স্টাফ রিপোর্টার ॥ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে মামুন আহমেদ চৌধুরীকে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে। সাগরদীঘি পূর্ব পাড় মহল্লাবাসীর এক সভায় এ ঘোষণা দেয়া হয়েছে।
গত ১৫ ডিসেম্বর রাতে সাগরদীঘি পূর্ব পাড় মহল্লাবাসী আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শাহ মোশাররফ হোসেন। হামিদুর রহমান চৌধুরীর পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন ছোটন খান, হেলাল তরফদার, রানা শাহ, নুরুল আমীন, তোফাজ্জল হোসেন খান, এহিয়া খান, মোশাহিদ চৌধুরী, আদর খান, মোনায়েম খা, হাফেজ সুমন চৌধুরী, জাহির আলম (প্রভাষক), সুহান চৌধুরী (শিক্ষক), ধনু মিয়া, রাহেল খা, আমীর আলী, শাহজাহান মিয়া (সাবেক মেম্বার), সুজাত চৌধুরী, ময়নুল হোসেন চৌধুরী, সৈয়দ আনহার নবী (ছানা), সুমন আখঞ্জি (মেম্বার), মোতাব্বির হোসেন চৌধুরী, সৈয়দ আব্দুল মোনায়েম (সাবেক মেম্বার), মাহমুদুল হাসান চৌধুরী (শেলু), আলহাজ্ব শাহ মোঃ তাজুল ইসলাম (মোতালিব) প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সাগরদীঘি পূর্ব পাড় মহল্লাবাসীর পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবক মামুন আহমেদ চৌধুরীকে বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীন হবার পূর্বে বানিয়াচং সদর ২টি ইউনিয়নে বিভক্ত ছিল। তন্মধ্যে ১নং বানিয়াচং উত্তর ইউনিয়ন এবং ২নং বানিয়াচং ইউনিয়ন। ২নং বানিয়াচং দক্ষিণ ইউনিয়ন এর তৎকালীন চেয়ারম্যান ছিলেন মরহুম খুর্শেদ আহমেদ চৌধুরী ওরফে তালেবর চৌধুরী। বিশিষ্ট সমাজসেবক মামুন আহমেদ চৌধুরী উক্ত মরহুম খুর্শেদ আহমেদ চৌধুরী ওরফে তালেবর চৌধুরীর সুযোগ্য সন্তান। মামুন আহমেদ চৌধুরী বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com