স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ বুলবুল মিয়াকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব।
এর আগে রাত সাড়ে ১০টায় তার নির্দেশনায় এএসআই মোঃ জসিম উদ্দিন, বিধান রায় ও লিটন চন্দ্র পালসহ একদল পুলিশ পুরান বাজারে অভিযান চালায়। অভিযানে সাজাপ্রাপ্ত আসামী মোঃ বুলবুল মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও চেক সমপরিমাণ অর্থদন্ডের সাজা পরোয়ানা রয়েছে। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com