স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের শিবপাশার বনগজে পাখি শিকারীকে পালিয়ে যেতে সহায়তা করায় এক ব্যক্তিকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সূত্র জানায়, আজমিরীগঞ্জের শিবপাশার বনগজ নামক স্থানে শুক্রবার ভোর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে পাখি শিকারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। ক্রেতা সেজে আজমিরীগঞ্জ-বানিয়াচং সীমান্তে বনগজ এলাকায় পাখিসহ শিকারীদের ধরতে গেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে শিবপাশার পশ্চিমবাগের বাসিন্দা তমজিদ আলীর পুত্র হিরণ মিয়া (৪০) নামে এক ব্যাক্তি পাখি শিকারীদের পালিয়ে যেতে সহায়তা করে এবং সরকারী কাজে ইচ্ছাকৃতভাবে বাঁধা প্রদান করে। এমতাবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে হিরণ মিয়াকে সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে পাখি ধরার ফাঁদ ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত পাখি খোলা আকাশে ছেড়ে দেয়া হয়। অভিযানে সহযোগিতা করে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল।