স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরের ধর্মঘর বাজারে অভিযান চালিয়ে ৪৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়- বৃহস্পতিবার ভোররাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উত্তম কুমার দাস উপজেলার ধর্মঘর বাজারের এস আলম মার্কেটের পিছনে অভিযান চালিয়ে উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৫) ও একই উপজেলার খড়কী গ্রামের মোঃ আছকির মিয়ার ছেলে মোঃ নুর ইসলামকে (২৭ ) ৪৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com