মাধবপুর থানায় নিহত মনোয়ারার ভাইয়ের মামলা
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার মীরনগর গ্রামে ৩ সন্তানের জননীকে জবাই করে হত্যার অভিযোগে স্বামী ছিদ্দিক আলীকে প্রধান আসামী করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। সোমবার বিকেলে নিহত মনোয়ারার ভাই আঃ খালেক বাদি হয়ে ছিদ্দিক আলীকে প্রধান আসামী করে ৭/৮ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন বলেন, গত রোববার রাতে মীরনগর গ্রামের ছিদ্দিক আলীর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী পতিপক্ষকে ঘায়েল করতে স্ত্রী মনোয়ারাকে রাত ১২টার দিকে কৌশলে ঘর থেকে বের করে। পরে ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করে ধান ক্ষেতে লাশ ফেলে রাখে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের রহস্য উন্মোচিত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com