স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সিনেমাহল ঝিলপাড় এলাকায় রাস্তার পাশে বেশ কয়েকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় একটি হলুদ রংয়ের টমটম পড়ে রয়েছে। কে বা কারা এটি এখানে রেখে গেছে তা স্থানীয়দের কেউই বলতে পারছেন না। উপরন্তু কয়েকদিন ধরে এটি পড়ে থাকলেও কেউ না নেয়ায় তারা সন্দেহ পোষণ করছেন এটি কেউ চুরি করে এখানে এনে ফেলে গেছে কি না। স্থানীয় একজন বাসিন্দা জানান- এই টমটমটি তিনি বেশ কয়েকদিন ধরেই রাস্তার পাশে পড়ে থাকতে দেখেছেন। কিন্তু এটি কেউ এসে নিচ্ছে না। বিষয়টি হবিগঞ্জ সদর থানাকে অবহিত করা হলে পুলিশ এসে দেখে গেছে। টমটমটির পেছনে লেখা রয়েছে বিক্রেতা- মেসার্স সততা এন্টারপ্রাইজ, লামা বাজার, সিলেট। তাছাড়া ০১৭১১ ৯৭৬৭৬৫, ০১৬১১ ৯৭৬৭৬৫ এই দুটি মোবাইল নম্বরও লিখা রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com