স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর থেকে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। তারা হলো, কাঠাখালি গ্রামের আহমদ হোসেনের পুত্র রুবেল মিয়া ও সাত্তার মিয়ার পুত্র জাকির। গত রবিবার রাতে একদল ডাকাত ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। পুলিশ জানায়, আটকদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com