স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দ্বি-বার্ষিক কাউন্সিলে ৭৮ ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট বদরু মিয়া বদরুল পেয়েছেন ৫৪ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুদ্দদ আলী। ৮৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আবুল ফজল। তাঁর নিকটতম প্রতিন্দ্বন্দ্বি অ্যাডভোকেট মোঃ শহীদ মিয়া সরদার পেয়েছেন ৪৯ ভোট। ৭২ ভোট পেয়ে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ শাহীন মিয়া খন্দকার। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান চৌধুরী পেয়েছেন ৬০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আছকির উজ্জামান। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি অ্যাডভোকেট মিজানুর রহমান খোকন পেয়েছেন ৩৯ ভোট।
এর আগে সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত হবিগঞ্জ বার লাইব্রেরীতে ভোট গ্রহন করা হয়। কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষষক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট আফতাব উদ্দিন, অ্যাডভোকেট জমশেদ মিয়া, অ্যাডভোকেট শামছুল হক, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, মোঃ অ্যাডভোকেট এনামুল হক সেলিম।
পরে কাউন্সিল পরবর্তি এক সম্মেলন সভা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট এনামুল হক সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষষক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হাশিম, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আয়েশা আক্তার, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট ফামি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com