এস এম খোকন ॥ মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকায় সরকারি খাস জমিতে গৃহহীনদের প্রদত্ত নির্মাণাধীন ঘর ভেঙ্গে ফেলার অপরাধে সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে। খবর পেয়ে সকাল সাড়ে ৮টায় বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহিরুল হক, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সহকারি তহশীলদার মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই সময় ঘটনাস্থল থেকে ওই গ্রামের ইয়ং স্টার স্পোটিং ক্লবের সহ-সভাপতি ও নুর মিয়ার পুত্র কাইয়ুম মিয়া (২৮), সেক্রেটারি ও আবু ছাইদ মিয়ার পুত্র উমর ফারুক (২০) ও আফতাব উদ্দিনের পুত্র ফজলু মিয়াকে (৫৫) বানিয়াচং থানা পুলিশ আটক করে।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে গৃহহীনদের মাঝে সারাদেশে ঘর নির্মাণ ও বিতরণের প্রক্রিয়ার অংশ হিসেবে বানিয়াচংয়ে ও প্রতিটি ঘরের জন্য ১লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ হিসেবে মোট ৫৫টি ঘরের বরাদ্দ আসে। প্রশাসনের পক্ষ থেকে সরকারি খাস ভূমি সনাক্ত করে ৫৫টির মধ্যে ১৪টি ঘরের জায়গা নির্ধারণ করে নির্মাণ কাজ শুরু করা হয় বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের অন্তর্গত জাতুকর্ণ পাড়া মহল্লায়। ২টি ঘরের প্রাথমিক পর্যায়ে কাজ শুরু করলেই বৃহস্পতিবার ভেঙ্গে ফেলা হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, সন্দেহজনক আচরণে ৩ জনকে আটক করা হয়েছে। তদন্তে ঘর ভাংচুরে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত উদ্যোগে গৃহহীনদের মাঝে বণ্ঠনের লক্ষ্যে সারাদেশের ন্যায় বানিয়াচংয়ে ৫৫টি ঘর নির্মাণের প্রক্রিয়া প্রশাসনের পক্ষ থেকে শুরু করা হয়েছে।