চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জমি ক্রয়-বিক্রয় নিয়ে বিরোধের জের ধরে ৫ ভাইকে রামদা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের সাবেক মেম্বার মৃত আঃ মন্নানের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মমিনুল ইসলাম মমিন তার বাড়ি থেকে গাজীগঞ্জ বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন মমিনের গতিরোধ করে রামদা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এ খবর পেয়ে মমিনের ভাই সুজন মিয়া, সুমন মিয়া, মামুন মিয়া ও মাশফিক মিয়া এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও রামদা দিয়ে কুপিয়ে আহত করে। আহতদেরকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় মমিনুল ইসলাম মমিন (৩৭), সুজন মিয়া (১৮) ও সুমন মিয়াকে (২১) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত মামুন মিয়া (৩৫) ও মাশফিক মিয়াকে (৪৭) চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক দাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com