উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে বিবিয়ানা নদীতে বড়শি দিয়ে মাছ ধরা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন জানু মিয়া (৫৫), আনু মিয়া (৪০), সজিব (২৩), সজল (২৬), মনোয়ারা বেগম (৫০) ও ডালিম (২৫)। নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েত পক্ষের আহতরা হলেন উমর আলী (৭০), মন মিয়া (৫০), টিপু মিয়া (৪৫), মালেক উদ্দিন (৬০), কনর মিয়া (৪০), সেলু মিয়া (৩০), মানিক মিয়া (৩৮), ওলিম উদ্দিন (৩৪), জিলু মিয়া (৫৫), ইসলাম উদ্দিন (৩৪)।
এলাকাবাসী সূত্র জানায়, মোস্তফাপুর গ্রামের নিকটবর্তী বিবিয়ানা নদীতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মোস্তফাপুর গ্রামের জানু মিয়া বড়শি দিয়ে মাছ ধরতে যান। এ সময় একই গ্রামের পঞ্চায়েতের পক্ষ থেকে নজরুল ইসলাম মাছ ধরতে জানু মিয়াকে নিষেধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় অস্ত্রসহ ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ শামছউদ্দিন খাঁন জানান, দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com