স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের ফ্লাটফর্ম থেকে মাদকসহ আটক তিন মাদক বিক্রেতাকে ৩ মাস করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। কারাদন্ডের আদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক মন্ডল। মাদক বিক্রেতারা হলো শায়েস্তাগঞ্জ মধ্যবাগুনিপাড়ার আজব আলীর পুত্র মাদক ব্যবসায়ী সেলিম মিয়া (৩৫), চরনুর আহমদ গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার পুত্র বাচ্চু মিয়া (৪০) ও বানিয়াচং উপজেলার আনোয়ারপুর গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র স্বপন মিয়া (২০)।
গতকাল সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজিব আলীসহ একদল সিপাহী শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের ফ্লাটফর্মে অভিযান চালিয়ে মাদকসহ উপরোক্ত তিন জনকে আটক করেন। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক মন্ডল তাদেরকে উক্ত সাজা দেন। সাজার পর তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com