শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আহমদ আলী শাওন (২২) নামে এক যুবক নিখোঁজের পরদিন লাশ পাওয়া গেছে স্থানীয় একটি বিলে।
গতকাল সোমবার দুপুরে উপজেলার মরড়া সড়কের পাশে নাগার্সিপুতা নামক স্থানে বিলের মধ্যে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আহমদ আলী কদমতলী গ্রামের আব্দুল আউয়ালের পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়- আহমদ আলী একজন মৃগী রোগী এবং মানসিক প্রতিবন্ধী ছিল। রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি তাকে। পরে একই দিন সন্ধ্যায় নিহতের ছোট ভাই শাকিল শায়েস্তাগঞ্জ থানায় তার ভাই নিখোঁজ মর্মে সাধারণ ডায়েরী করেন।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কাছ থেকে জেনেছি, সে দীর্ঘদিন যাবত মৃগী রোগী ছিল। হয়তো বিলের ডোবায় পড়ে আর উঠতে পারেনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com