স্টাফ রিপোর্টার ॥ প্রায় ১৫ বছর আগে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে ফেনসিডিলসহ আটক তিন মাদক ব্যবসায়ীকে ৩ বছর করে কারাদন্ড দিয়েছেন হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা। গতকাল সোমবার দুপুরে মামলার রায়ে এ দন্ডাদেশ দেন তিনি। একই সাথে তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মাদক বিক্রেতারা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সজবপুর গ্রামের সফিকুল ইসলামের পুত্র জালাল উদ্দিন, সেজামুরা গ্রামের আব্দুর রউফের পুত্র হাসু মিয়া ও ফরিদ মিয়ার পুত্র হানিফ মিয়া। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমেদ। আসামিপক্ষে ছিলেন এসএম জয়নাল আবেদীন।
আদালতের পেশকার আব্দুল হাদি জুয়েল জানান, ২০০৫ সালের ৭ ডিসেম্বর সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে ৭৫ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। ওইদিনই এ বিষয়ে মামলা করেন তৎকালীন ওসি তপন কিরণ মিত্র। এসআই সাব্বির আহমেদ ২০০৬ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে চার্জশীট দাখিল করেন। ৮ জন সাক্ষীর মাঝে ৫ জনের সাক্ষ্য গ্রহণ করে মামলার রায় দেন বিজ্ঞ বিচারক। রায়ের সময় আসামিরা পলাতক ছিলো।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com