নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ-হবিগঞ্জ রোডস্থ ইমামবাড়ী বাজারে সিএনজি চালকের হামলায় বাস চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী বাজারে ঘটনাটি ঘটে। গুরুতর আহত বাসচালক হলেন, নতুন বাজারের মুরাদপুর গ্রামের মৃত কিরু দাশের পুত্র খোকন দাশ (৫০)।
জানাযায়, পূর্ব বিরোধের জের ধরে বুধবার দুপুরে ইমামবাড়ী বাজারে শরীফের নেতৃত্বে একদল সিএনজি চালক বাসের সামনে সিএনজি দাঁড় করিয়ে বাস থামায়।এক পর্যায়ে কথা কাটাকাটি নিয়ে সিএনজি চালকরা রড দিয়ে বাস চালকের উপর হামলা চালায়।হামলায় গুরুতর আহত হন বাস চালক। বাসের শ্রমিকরা ও স্থানীয় লোকজন এসে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার খবর পেয়ে তদন্ত ওসি আমিনুল ইসলামের নির্দেশনায় এস আই মহিউদ্দিন রতন,এস আই হানিফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস যাত্রী জানান, হঠাৎ করে সিএনজি চালক সিএনজি নিয়ে বাসের সামনে এসে দাঁড়ায়। বাস চালক ও সিএনজি চালকের মধ্যে কথা কাটাকাটি নিয়ে সিএনজি চালক বাস চালকের উপর রড দিয়ে হামলা চালায়।এমন ঘটনা যদি ঘটে তাহলেত আমরা নিজেকে নিরাপদ মনে করব কিভাবে।
এ ব্যাপারে ইমামবাড়ী বাজার সমিতির ব্যাবসায়ীর যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান বলেন, নবীগঞ্জ থানার ওসি তদন্ত ঘটনাস্থলে আসার পরে আমরা চেয়েছিলাম সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তি করার জন্য। কিন্তু ওসি তদন্ত বাস মালিক সমিতির সাথে যোগাযোগ করলে তারা বলেছেন আমরা পরে জানাবো।
এ ব্যাপারে মালিক সমিতির যুগ্ম আহবায়ক আব্দুল বাছিত মিয়া জানান, শ্রমিকরা বাস বন্ধ করে রেখেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলতেছে।
এ ব্যাপারে নবীগঞ্জ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ইয়াওর মিয়া বলেন, এখনো এটা কোনো সমাধান হয়নি। বাস শ্রমিকরা ধর্মঘট ডেকেছে বাস বন্ধ রয়েছে। উপযুক্ত বিচার না পাওয়া পর্যন্ত শ্রমিকদের দাবি বাস চলবে না। পরিস্থিতি থমথমে রয়েছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার তদন্ত ওসি আমিনুল ইসলাম জানান, তাৎক্ষণিক ঘটনার খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com