স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের শংকর সিটির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক শংকর পালের সভাপতিত্বে এবং প্রভাষক এসএম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জাপা নেতা আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, জালাল উদ্দিন খান, তৌহিদুল ইসলাম তৌহিদ, তাজউদ্দিন বাবুল, জাহাঙ্গীর আলম চৌধুরী, কাজল আহমেদ, আবু বকর খান, অ্যাডভোকেট শিবলী খায়ের, গাজী মিজবাহ উদ্দিন, জালাল উদ্দিন আহমেদ, এম এ জলিল তালুকদার, মনির হোসেন মনি, প্রভাষক ওয়াহিদুর রহমান, নাছির উদ্দিন নাছু, তালেব আলী, আবেদ খান, কামাল মিয়া, সেলিম আহমেদ, এমএ হান্নান, শেখ জালাল, জাহাঙ্গীর আলম, জুবায়েদ হোসেন, বিপ্লব চন্দ্র দেব, আরব আলী, নিজাম উদ্দিন সানু, সিরাজুল হক, রইছ আলী, জুয়েল আহমেদ জীবন, সিরাজুল ইসলাম, হায়দর মিয়া, নজরুল ইসরাম মাস্টার, শাহাব উদ্দিন খান, মুহিত মিয়া, জজ মিয়া, আব্দুল আউয়াল প্রমূখ। সভায় বর্তমান করোনা পরিস্থিতির কারণে জেলা জাতীয় পার্টির সভার তারিখ পরিবর্তন করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে জেলা জাপার পরবর্তী সভার তারিখ নির্ধারণ ও নিরপেক্ষ ব্যক্তিদের হবিগঞ্জের জাতীয় পার্টির প্রতিনিধি সভায় প্রেরণের জন্য দলের চেয়ারম্যানের প্রতি আহ্বান জানানো হয়। এ ব্যাপারে দলের চেয়ারম্যান বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের কাছে জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আবেদন করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com