চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন, জশনে জুলুছ ও ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় চুনারুঘাট উপজেলা পরিষদের মোস্তফা শহীদ অডিটোরিয়ামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আহলে সুন্নাতের সভাপতি আব্দুজ জাহির মেম্বার। বক্তৃতা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহ সভাপতি ও পৌর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল সহ বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ ও সুন্নী উলামায়ে কেরাম।
সমাবেশ শেষে জশনে জুলুছে মহানবী সাঃ কে নিয়ে ব্যাঙ্গচিত্র করার দায়ে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ অনুষ্ঠিত হয়। পরিশেষে জুলুছ অডিটরিয়াম প্রাঙ্গণে পুনরায় মিলিত হলে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com