চুনারুঘাট প্রতিনিধি ॥ নানা জটিলতা আর বাধাঁ দূর করে হবিগঞ্জের চুনারুঘাটের বাল্লা স্থল বন্দরের কাজ দ্রুত শুরু হচ্ছে। ভূমি অধিগ্রহন এবং জমির মূল্য নিয়ে জটিলতা জেলা প্রশাসনের মাধ্যমে দূর করে অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত শুরু করা হচ্ছে বলে জানিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার স্থলবন্দর কর্তৃপক্ষের সচিব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি টিম উপজেলার বাল্লা স্থলবন্দর পরিদর্শন করে এমন মতামত ব্যক্ত করেছেন। তিনি জানান, আমরা টেকনিক্যাল দিক এবং বন্দরে কাজ শুরুর বিষয়ে কি কি করা যায়, তা পর্যবেক্ষন করতে এসেছি। বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান বলেছেন, দ্রুত কাজ শুরু করতে। তাই আমরা দ্রুত কাজ শুরু করার বিষয়ে সার্ভে করছি।
সচিব স্থল বন্দর পরিদর্শন করে জানান, বাল্লা স্থল বন্দর দেশের ২৩তম বন্দর। বন্দরের অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। জমি অধিগ্রহণসহ ইতোমধ্যে সকল কাজ সম্পন্ন হয়েছে। এখন টেন্ডার আহবান করা হবে। তারপরই কাজ শুরু হবে। কেদারাকোর্ট এলাকায় প্রায় সাড়ে ১৩ একর জমির উপর এ স্থল বন্দর নির্মাণ হচ্ছে। বন্দর নির্মাণ হলে ভারত ও বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সাথে আমদানী রপ্তানি আরো বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরে তিনি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সাথে মতবিনিমিয় করেন।