স্টাফ রিপোর্টার ॥ ১১০ পিস ইয়াবাসহ যুবদল কর্মী ও কন্ঠশিল্পীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় ডিবি পুলিশের এসআই মোজাম্মেল হক ও রাকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ২নং পুল এলাকা থেকে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলো শায়েস্তানগর এলাকার মতিউর রহমানের পুত্র কন্ঠশিল্পী মিজানুর রহমান (৩৮) ও তার সহযোগী সার্কিট হাউজ রোড এলাকার সুরুজ আলীর পুত্র জেলা যুবদল কর্মী শফিক মিয়া (৩৫)। এসময় তাদের দেহ তল্লাশী করে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। তবে মিজানুর রহমান ‘কান্দে আমার মন’ এলবামের কন্ঠশিল্পী বলে জানা যায়। এই এলব্যামটি জনপ্রিয়তা পেয়েছে। আটককৃতরা জানান, তারা ওই এলাকার রশিদ মিয়ার কাছ থেকে ইয়াবা ক্রয় করছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com