মোহাম্মদ শাহ আলম ॥ নবীগঞ্জে দুই দিন ধরে আবিদ উল্লাহ সেজু (১৮) নামে এক মিশুক চালক নিখোঁজ রয়েছে। সে উপজেলার গোজাখাইর গ্রামের সাহিদ উল্লাহর ছেলে।
সেজুর পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে খাওয়া দাওয়া শেষে মিশুক নিয়ে নবীগঞ্জ শহরে যায় সেজু। কিন্তু গভীর রাত হয়ে গেলেও সে আর বাসায় ফিরেনি। পরে পরিবারের লোকজন তাদের সকল অত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়ে কোথাও তার সন্ধান পাননি। এ ঘটনায় সেজুর পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। সেজু নিখোঁজের বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশও তাকে খুঁজে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
সেজুর বাবা সাহিদ উল্লাহ জানান- বিভিন্ন জায়গায় খুঁজেও তার সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে, তারা আমার ছেলেকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান- পুলিশ বিভিন্ন স্থানে সেজুকে খুঁজছে। বিভিন্ন থানাকে ইতোমধ্যে অবগত করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত তার সন্ধান পাওয়া যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com