সুমন আহমেদ বিজয় ॥ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লাখাই উপজেলা প্রেসক্লাব ও লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়। রবিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক, সাধারণ সম্পাদক নিতেশ দেব ও সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজা মন্ডপের মাস্ক বিহীন পূজারীদের হাতে মাস্ক তুলে দেন। এছাড়াও বর্তমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পূজারীদের অবহিত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com