পূজার শুভেচ্ছা বিনিময়কালে এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের সংক্রমণ এখনও শেষ হয়ে যায়নি। সামনে শীত আবারও বাড়তে পারে। তাই সর্বাবস্থায় সকলকে সতর্ক থাকতে হবে। অবশ্যই প্রতিটি পূজামন্ডপে প্রবেশকারীদের মাস্ক পরা বাধ্যতামূলক করুন। মাথায় রাখুন- একজনের জন্য যেন কারো পুরো পরিবার বিপদগ্রস্ত না হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত হবিগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নে বিভিন্ন মন্ডপ পরিদর্শন এবং পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
সংসদ সদস্য আরও বলেন, যারা ধর্মীয় কর্মকান্ডের সাথে নিয়মিত সম্পৃক্ত থাকেন, তারা অপরাধ থেকে দূরে থাকেন। সেজন্য সকলেরই উচিত ধর্মীয় অনুশাসন মেনে চলা। তাহলে অপরাধ হ্রাস পাবে। বর্তমান সরকার সকল ধর্মের মানুষকে স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের সুযোগ করে দিয়েছে। দেশ ও জাতির স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হবিগঞ্জবাসীর শ্রেষ্ঠ উপহার কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া নিউফিল্ডের জনসভায় আমার দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি মেডিক্যাল কলেজ, শায়েস্তাগঞ্জ উপজেলা এবং বাল্লা স্থলবন্দরও বাস্তবায়ন হয়েছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য প্রার্থনা করতে সকলের প্রতি আহবান জানান।
পৃথক পূজামন্ডপ পরিদর্শনকালে এমপি আবু জাহির এর সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, ডাঃ অসীত রঞ্জন দাশ, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, স্বাস্থ্য অধিদফতর সিলেটের সাবেক বিভাগীয় পরিচালক ডা. দেবপদ রায়, জগদীশ চন্দ্র মোদক, অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নিরু, অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, শঙ্খ শুভ্র রায়, অ্যাডভোকেট আফীল উদ্দিন, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, মুকুল আচার্য্য, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ইসমত আরা জলি, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, মোস্তফা কামাল আজাদ রাসেল, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, স্বপন লাল বণিক, অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান মুকুল, পৌর আওয়ামী লীগের আহবায়ক ফয়জুর রহমান রবিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com