স্টাফ রিপোর্টার ॥ কোভিড-১৯ মহামারীর কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের মন খারাপ। আর এই দুঃসময়ে তাদের মুখে হাসি ফুটাতে উদ্যোগ নিয়েছেন বানিয়াচঙ্গের কৃতি সন্তান হবিগঞ্জ শহরে বসবাসকারী চার্টার্ড একাউনটেন্ট মুশতাক আহমেদ। গতকাল রবিবার সকালে তিনি নবীগঞ্জের কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী, সহকারি শিক্ষক মোছাঃ রাহেনা বেগম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সোবহান মিয়া, আনোয়ার মিয়া, ছালিক আহমেদ, সুজন মিয়া প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বাবুল চন্দ্র তালুকদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবক বিশেষ করে মহিলা অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com