স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর পশ্চিম হাটি পূজা কমিটির উদ্যোগে শতাধিক দরিদ্র অসহায় পরিবারের মাঝে চাউল ও কাপড় বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে চাউল ও কাপড় বিতরণ করেন সিলেট বিভাগের প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ডাঃ দেবপদ রায়। পূজা উদযাপন কমিটির সভাপতি জ্যোতিময় রায়ের সভাপতিত্বে এবং জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অমল রায়, কাজল রায়, সজল রায়, বিজয় রায়, কাজল দাশ, রামকৃষ্ণ রায়, নিখিল রায়, অ্যাডভোকেট শিল্পি রানী রায়, অ্যাডভোকেট সুপ্রিয়া রানী রায়, অ্যাডভোকেট মনি রানী দাস, উজ্বল রায়, অলক রায়, ডাঃ দিবেন্দু রায়, ডাঃ শান্তনু রায় প্রমূখ। অনুষ্ঠানের আয়োজকরা জানান, প্রতি বছরই এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে সিলেট বিভাগের প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ডাঃ দেবপদ রায় তার পরিবারের সদস্যদের নিয়ে পূজা মন্ডপ পরিদর্শন করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com