স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে নীল-হলুদ রংয়ের ট্রাকে করে গাঁজার একটি বড় চালান ঢাকা নিয়ে যাবার পথে ট্রাকসহ মাদক ব্যবসায়ী র্যাবের হাতে ধরা পড়েছে।
র্যাব জানায়, র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি মাদক ব্যবসায়ী চক্র হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ট্রাকে ঢাকাসহ বিভিন্ন জেলায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং জানা যায় যে, একজন মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জ থেকে নীল-হলুদ রংয়ের ট্রাকে করে গাঁজার একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল সকাল ৮টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার ২শ’ গজ পূর্ব পার্শ্বে মহাসড়কের উপর গাড়ী তল্লাশী করতে থাকেন। ওই ট্রাকটি তল্লাশী চৌকির নিকট আসলে ট্রাকটি আটকিয়ে তল্লাশী করা হয়। ট্রাকটি তল্লাশী করে ১৯ কেজি গাঁজা পাওয়া যায়। যার মূল্য ২৫ লাখ ৭০ হাজার টাকা। ট্রাক থেকে সাইফুল ইসলাম খান ঠাকুর ওরফে মিলন (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মজলিশপুর গ্রামে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com