স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে এক লম্পট। সব কিছু কেড়ে নিয়ে স্ত্রীর স্বীকৃতি না দেয়ায় ওই যুবতী আজমিরীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছে। মামলার প্রেক্ষিতে আজমিরীগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে নির্যাতিতা যুবতীকে মেডিকেল করানোর জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
অভিযোগে জানা যায়, ৭ বছর ধরে একই উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল মালেকের পুত্র উজ্জল মিয়া (৩০) এর সাথে ওই যুবতীর প্রেমের সম্পর্ক চলে আসছে। প্রায়ই তারা বিভিন্ন স্থানে ও হোটেলে রাত যাপন করতো। সম্প্রতি উজ্জল ওই যুবতীকে এড়িয়ে চলে এবং গোপনে অন্যত্র বিয়ে করে। বিষয়টি ওই যুবতী জানতে পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। কোনো উপায় না পেয়ে অবশেষে থানায় মামলা করে।
থানার ওসি মোশারফ হোসেন জানান, মামলা নেয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে। মেডিকেলের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে উজ্জল ঘটনার পর আত্মগোপন করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com