স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে এক গৃহবধূকে মারপিট করে শিশুসন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, ওই গ্রামের অগ্নিকোনা গ্রামের বাসিন্দা আঞ্জব আলীর পুত্র আব্দুল্লাহ মিয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার প্রতিবেশী কামাল মিয়ার অন্ত:স্বত্তা স্ত্রী মনি আক্তারের সাথে প্রায়ই কারণে অকারণে ঝগড়া বিবাদ করতেন। বৃহস্পতিবার সকাল ৯টায় আয়েশা ও আব্দুল্লাহ মনিকে মারপিট করে তার দুই সন্তান সহ বাড়ি থেকে বের করে ঘরটি তালাবদ্ধ করে দেয়। মনি ও তার সন্তানরা হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com