স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সফিক মিয়াকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার কামারগাঁও গ্রামের মৃত রজব আলীর পুত্র। ২২ অক্টোবর বিকেলে তাকে মিরপুর থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই শহীদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মিরপুর বাজারে অভিযান চালিয়ে সফিক মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, সফিক মিয়ার বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদন্ড ও ৮ লাখ বিশ হাজার টাকা জরিমানার সাজা পরোয়ানা রয়েছে। তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com