স্টাফ রিপোর্টার ॥ যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত চুনারুঘাটের কদ্দুছকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে র‌্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি অভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকির এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আলীনগর বাজার থেকে ওয়ারেন্টমূলে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আঃ কদ্দুছকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কদ্দুছ চুনারুঘাট উপজেলার বালুমারা গ্রামের আব্দুল মনাফের ছেলে। গ্রেফতারের পর তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।