হবিগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপান্তর সামাজিক সংগঠন’-এর আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল শনিবার বিকেল ৩টায় শায়েস্তানগর পইল রোড এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয় খোদেজা ফার্মেসীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এ উপলক্ষে হবিগঞ্জের আলোচিত মানবিক সমাজকর্মী হবিগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রোটার্যাক্টর শিরিন আক্তার সোনিয়ার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সৈয়দ আবু সালমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল রহমান তালুকদার তানভীরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবসেবা হবিগঞ্জ-এর সভাপতি ফরহাদ আহমেদ চৌধুরী, মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক তাহমিনা গাজী, রাফাত চৌধুরী তাহান, তায়েবুর চৌধুরী, জাকির হাসান প্রান্ত, আব্দুল্লাহ আল আমিন, শাহ তামিম, আব্দুল্লাহ্ বিন হানিফ নাভিদ, মোঃ নাহিয়ান মিয়া প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com