স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় হত্যা, নারী নির্যাতন, চুরি, ডাকাতিসহ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীররাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত হবিগঞ্জের ৯ থানা পুলিশ অভিযান চালায় পুলিশ সুপারের নির্দেশে। এ সময় হত্যা, নারী নির্যাতন, চুরি, ডাকাতিসহ পরোয়ানাভুক্ত ১৫ আসামিকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com