নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজি পিপিআই কর্মকর্তা তোহা চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ চম্পক কিশোর সাহা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া। এ ছাড়াও সভায় মা মনি ক্লিনিকের কর্মকর্তাসহ বিভিন্ন এনজিও কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যার কথা শুনে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। সভা শেষে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমসহ সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com