স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বাটপারা গ্রামে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। তবে লম্পটকে ধরতে না পেরে তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ নিয়ে এলাকাসহ হবিগঞ্জ শহরে আলোচনার ঝড় বইছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ওই শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই শিশুর মা তৌহিদা আক্তার জানান, গত বৃহস্পতিবার দুপুরে সফিক মিয়ার পুত্র মহসিন (১৬) বিস্কুট দেয়ার কথা বলে উঠান থেকে তার মেয়েকে কোলে তুলে রুমে নিয়ে যায়। ওই সময় সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে শিশুটি চিৎকার করে দৌঁড়ে বাড়ি এসে কাদঁতে থাকে এবং বিষয়টি তাকে জানায়। পরে শিশুটিকে হাসপাতালে ও থানায় নিয়ে আসতে চাইলে স্থানীয় লোকজন বিষয়টি সমাধানের আশ্বাস দেন। কিন্তু সমাধান না হওয়ায় এবং শিশুটি অসুস্থ হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ বিষয়টি জানতে পেরে মহসিনকে ধরতে অভিযান চালায়। কিন্তু মহসিনকে না পেয়ে তার মা রাশিদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে পুলিশ জানায়, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এদিকে আটক রাশিদা বেগম জানান, বিষয়টি তিনি জানেন না। ধর্ষণ চেষ্টা নয় অন্য কিছুও হতে পারে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com