স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন বনপা’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বনপা হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক সাইফুদ্দিন জাবেদের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম খোকন’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা রফিকুল হাসান চৌধুরী তুহিন, বনপা’র সদস্য সংগ্রহ ও কমিটি গঠন উপ কমিটির সদস্য এম. সাইফুর রহমান তালুকদার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী, হবিগঞ্জ ইনফোর আইন উপদেষ্টা অ্যাডভোকেট সায়লা খান, লাখাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মহসিন সাদেক, বনপা হবিগঞ্জ জেলা শাখার সদস্য শাহ মামুনুর রহমান, এস এম খলিলুর রহমান রাজু, সাংবাদিক মিজানুর রহমান মিজানসহ জেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম বলেন সাংবাদিকদের লিখনির মাধ্যমে যে কোন একটি ঘটনা দেশবাসী জানতে পারে। তাই সতর্কতার সাথে তথ্য সমৃদ্ধ বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করবেন। আপনারা অপরাধীদের সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। আমাদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম বলেছেন, অনলাইন নিইজপোর্টাল বদৌলতে এখন ঘটনা ঘটার সাথে সাথেই আমারা খবর পেয়ে যাচ্ছি। ফলে যেকোন বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করা যাচ্ছে। পুলিশ ও সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে সকল প্রকার অপরাধ নির্মুল সম্ভব। আপনারা আমাদের সহযোগিতা করুন আমরা একটি সুন্দর সমাজ উপহার দিব।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন একটি সময় ছিল যখন আমরা দৈনিক পত্রিকা পেতাম ৩দিন পর। তখন খবরের জন্য জন্য পত্রিকার দোকান গুলো থেকে কপি সংগ্রহ করতে হতো। আর এখন বিছানায় শুয়ে অনলাইনেই খুব দ্রুত প্রিন্ট পত্রিকাসহ অনলাইন পত্রিকা পড়া যায়। পৃথিবীটা এখন মুঠের ভিতরে এসে গেছে। একটি মোবাইল ফোনে এখন কথা বলা থেকে শুরু করে কম্পিউটারের কাজ, পত্রিকা পড়া, ক্রয়বিক্রয়সহ প্রয়োজনীয় বেশীরভাগ কাজই করা যায়। তিনি আরো বলেন সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না। আয়নার সামনে আমি দাঁড়ালে যেমন অন্যের ছবি দেখায় না তদ্রুপ প্রকৃত সাংবাদিকরা কখনও অসত্য সংবাদ পরিবেশন করেন না। তিনি উপস্থিত সকল সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করার আহবান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com