স্টাফ রিপোর্টার ॥ ট্রেন দুর্ঘটনায় নিহত হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলী মোহাম্মদ ইউসুফের পরিবারকে ১ লাখ টাকা আর্থিক উপহার দেয়া হয়েছে। গতকাল বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই টাকা নিহতের মায়ের হাতে তুলে দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহ সাধারণ সম্পাদক জামিল হোসেনসহ হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতৃবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com