স্টাফ রিপোর্টার ॥ করোনা আক্রান্ত হয়ে হবিগঞ্জ শহরের অনন্তপুরে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। ওই বৃদ্ধের করোনা উপসর্গ দেখা দিলে ১২ অক্টোবর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা প্রেরণ করা হয়। ওইদিন রাতেই তিনি নিজ বাসায় মৃত্যুবরণ করেন। গতকাল বুধবার ওই বৃদ্ধের রিপোর্ট আসে। এতে দেখা যায়, তার করোনা পজেটিভ। করোনা আক্রান্ত হয়েই ওই বৃদ্ধ মারা গেছেন। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জল এ তথ্য নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com