স্টাফ রিপোর্টার ॥ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রবাসীদের নিয়ে উপজেলার হতদরিদ্র, সুবধাবঞ্চিত, অসহায়, নিপীড়িত জনগোষ্ঠীকে সহযোগিতা ও সমাজকল্যাণ মূলক সামাজিক কর্মকা-কে তৃণমূল পর্যায়ে গতিশীল করে সমাজের সার্বিক উন্নতি সাধনের লক্ষ্যে গত পহেলা জুলাই ‘খোয়াই প্রবাসী সংগঠন চুনারুঘাট’ নামে সামাজিক সংগঠনটি গঠন করা হয়। সংগঠনের ৬ মাস মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের সৌদিআরব প্রবাসী মোঃ আব্দুল হাই আল মামুনকে আহ্বায়ক, মাইদুল ইসলাম রবিন (সৌদিআরব প্রবাসী) কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এখলাছ উর রহমান (পর্তুগাল প্রবাসী) কে সদস্য সচিব এবং মালয়েশিয়া প্রবাসী আমির হোসাইন নোমানকে সিনিয়র সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়কগণ হলেন- সুহেল আহমেদ (দুবাই প্রবাসী), মুহিবুর রহমান জুয়েল (দুবাই প্রবাসী), তারেক মিয়া সুজন (দুবাই প্রবাসী), মোঃ ফারুখ আল তানিম (গ্রীস প্রবাসী), মীর শাহিদুর রহমান শাহ আলম (ওমান প্রবাসী), মোঃ রায়হান বিন নূর (কাতার প্রবাসী), শিহাব উদ্দিন সাথি (কাতার প্রবাসী), মোঃ মুজিবুর রহমান শামীম (সিঙ্গাপুর প্রবাসী), মোঃ আনোয়ার হোসেন কাজী (সিঙ্গাপুর প্রবাসী), আতাউর রহমান (মালয়েশিয়া প্রবাসী), রিয়াদুজ্জামান সাকিম (কাতার প্রবাসী), মোঃ রিপন মিয়া (সৌদিআরব প্রবাসী), মোঃ লুৎফুর রহমান (সৌদিআরব প্রবাসী), তানিম তালুকদার (সৌদিআরব প্রবাসী), মোঃ নজরুল ইসলাম (মালয়েশিয়া প্রবাসী), মোঃ সামি জুয়েল (ইতালী প্রবাসী) ও মুখলিছুর রহমান (দুবাই প্রবাসী)।
সদস্যরা হলেন- আব্দুল হালিম (সৌদিআরব প্রবাসী), আব্দুর রহমান (সৌদিআরব প্রবাসী), আরিফুল ইসলাম (দুবাই প্রবাসী), মোঃ মোতালিব (মালদ্বীপ প্রবাসী), মোঃ মসিউর রহমান (মালদ্বীপ প্রবাসী), সুবেল আহমেদ (কাতার প্রবাসী), মোঃ জসিম মিয়া (সৌদিআরব প্রবাসী), মোঃ রুবেল মিয়া (দুবাই প্রবাসী), মোঃ আবু তাহের (সৌদিআরব প্রবাসী) ও মোঃ বেলাল মিয়া (সৌদিআরব প্রবাসী)।