চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পঞ্চাশ গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাসুক মিয়া (৩২) নামে এক মাইক্রোবাস চালকের করুণ মৃত্যু ঘটেছে। রবিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। নিহত মাসুক ওই গ্রামের মৃত আনছব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মাসুক মিয়া সকাল ৯টার দিকে বাড়িতে একটি টিভি এন্টিনা লাগানোর কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে। কিন্তু কোন অভিযোগ না থাকায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com