স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এসএসসি ব্যাচ ’৯৩ এর সংগঠন বন্ধনের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে ’৯৩ ব্যাচের বন্ধনের সকল সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বন্ধনের সদস্য বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী সংগঠনের সদস্যদের নিয়ে কেক কাটেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্ধন ’৯৩ হবিগঞ্জের আহবায়ক ইসতিয়াক তরফদার কল্লোল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্ধন ’৯৩ এডমিন বাবু সামি, ফেরদৌসী জান্নাত, সাঈদা ইয়াসমিন কল্পনা, আরিফ উজ্জামান জুয়েল, রূপক সাহা, আব্দুল বাতেন চৌধুরী জাকি, ইসতিয়াক তরফদার কল্লোল, শাহ শওকত আরেফিন সেলিম, এম মিরাজ হোসেন, সাজ্জাত তালুকদার, শাহ আলম সবুজ, সুশান্ত দাস গুপ্ত, প্রদীপ দাশ সাগর, সৈয়দ মিজান ইব্রাহিম, জামাল উদ্দিন তালুকদার খোকন, আপন, তোফায়েল আহমেদ, তপন ভট্টাচার্য্য, সৈয়দ ইকবাল হোসেন, পাভেল হোসেন, সৈয়দ সামায়ুন বখত, এসকে শাহীন, নাজমুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে তারা তাদের শিক্ষা জীবনের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন। কেয়া কসমেটিক্স-এর সৌজন্যে সবাইকে একটি করে টি-শার্ট উপহার দেয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com