স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাস্টার কোয়ার্টার বদরুন্নেছা প্রাইভেট হাসপাতাল সংলগ্ন রাস্তার পাশে দেয়ালে একটি বড় ভিমরুলের চাক রয়েছে। শিশুসহ রাস্তায় চলাচলকারীদের রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় লোকজন জানান, শহরের মাস্টার কোয়ার্টার বদরুন্নেছা প্রাইভেট হাসপাতাল সংলগ্ন রাস্তার পাশে একটি দেয়ালে বড় ভিমরুলের চাক রয়েছে। ছোট বাচ্চারা কৌতুহল বশতঃ ওই চাকে ঢিল ছুড়লে বড় রকমের বিপদ হতে পারে। রাস্তা সংলগ্ন দোকানঘর, বসতবাড়ি এবং রাস্তায় চলাচলকারী লোকজন আক্রান্ত হতে পারে। ভিমরুল অত্যন্ত আক্রমণাত্মক এবং প্রচুর বিষাক্ত ও বিপদজনক পতঙ্গ। জনস্বাস্থ্য বিবেচনায় দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান এলাকাবাসী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com