হেমাঙ্গ বিশ্বাসকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে একঝাঁক স্কুলশিক্ষার্থী নিয়ে গঠিত দূর্বাঘাস এর ৩ বছর পুর্তিতে নারী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান ও পথশিশুদের নিয়ে গতকাল দিনভর আনন্দ ভাগাভাগি করা হয়েছে। প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের বাড়িতে অনুষ্ঠিত এ আয়োজনে কেক কাটার পূর্বে উপজেলার ৪ জন নারী মুক্তিযোদ্ধা রাজিয়া খাতুন, সাবিত্রি নায়েক, পুস্পরানী শুক্লবৈদ্য, হিরামনি সাওতাল ও উপমহাদেশের প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী ও বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হেমাঙ্গ বিশ্বাসকে সম্মাননা প্রদান করা হয়। সকাল ১১টা থেকে পথশিশুদের নিয়ে আনন্দ ভাগাভাগি এবং তাদের নিয়ে দুপুরে খাবার খায় দুর্বাঘাসের সদস্যরা। এ আয়োজনে সঙ্গী হয়েছিলেন চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল, সাবেক ছাত্রনেতা সাথী মুক্তাদির চৌধুরী, পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি মনিরুল ইসলাম জুয়েল, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ধামালির সভাপতি অ্যাডভোকেট মোস্তাক বাহার, উপজেলা পোস্ট মাস্টার এস এম মিজান, শব্দকথার সম্পাদক কবি মনসুর আহমেদ, শাহিনুর রহমান শাহিন, শেখর সামাজিক সংগঠনের সভাপতি স্বপন তরফদার, শিক্ষক কায়সার খসরুসহ অনেকেই।
দুর্বাঘাস একটি সামাজিক আন্দোলনের নাম। ২০১৭ সালে চুনারুঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর একঝাক নারী শিক্ষার্থী সমাজের নানা অসঙ্গতি দূর করতে এবং বাল্য বিবাহ প্রতিরোধ করতে এ সংগঠনের জন্ম দেয়। সংগঠনটি তাদের সহপাঠীসহ ১৪টি বাল্য বিবাহ প্রতিরোধ করে আলোচনায় আসে। যাদের উদ্যোগে এ আয়োজন তারা হলেন সংগঠনের সদস্য স্বাগতা পাল, রেজুয়ানা ইসলাম উপমা, নীলিমা দেব মুক্তা, খোইরম অনন্তা সিংহা, সুস্মিতা দেব, ঐশি দেব, নহিন, জান্নাতুল ফেরদৌস, জান্নাত আরা স্মৃতি, উপমা কানু, ফারিয়া শেখ ও সান্তনা বিশ্বাস।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com