চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়নের হলহলীয়া (গাজিপুর) গ্রামীণ জনপদের রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে উঠে। রাস্তাটির সংস্কার না হওয়ায় ওই রাস্তায় যাতায়াতকারী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। হলহলীয়া, কাইয়া বাড়ি, হলদিউরা, গাজীপুর, উজ্জলপুর গ্রামসহ প্রায় ৬/৭টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র রাস্তাই এটি। এছাড়াও স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীরাও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। কিন্তু সংস্কারের অভাবে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয় লোকজন রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে বলেন, এই রাস্তাটি সংস্কারের জন্য কয়েকবার আবেদন করা হয়েছে। কিন্তু কোন কাজ হয়নি। এ বিষয়ে পাইকপাড়া ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান শামীম বলেন, এ রাস্তাটি সংস্কারের জন্য আবেদন জানিয়েছি। রাস্তাটি সংস্কারের অনুমোদন এলেই সংস্কার করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com