হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেসার্স এসএন অটো রাইচ মিলের স্বত্ত্বাধিকারী শংকর পাল সিলেট বিভাগের অটো রাইচ মিল মালিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় ঘাটিয়া বাজারস্থ শংকর সিটিতে এ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নারায়ন দাশ, সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস, এম এ ওয়াহিদ, সজল গোপ, সাধারণ সম্পাদক ছালেক মিয়া, সাংগঠনিক সম্পাদক সজল রায়, সহ-সাংগঠনিক সম্পাদক সুজিত রায়, কোষাধ্যক্ষ সন্তোষ দেবনাথ, দপ্তর সম্পাদক প্রদীপ দাশ, কার্য নির্বাহী সদস্য নিহার রঞ্জন ভট্টাচার্য, রসময় দাশ, পিন্টু রায়, উজ্জল খান, ফারুক মিয়াসহ ঘাটিয়া বাজার এলাকার দোকান কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com