আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল বললেন
স্টাফ রিপোর্টার ॥ মেডিক্যাল কলেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার মত আরও অনেক জায়গা রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জবাসীকে এ দু’টি বড় প্রতিষ্ঠান উপহার দিয়েছেন। কারণ এমপি আবু জাহির জাতির জনকের কন্যাকে বুঝাতে পেরেছেন হবিগঞ্জে এ দু’টি প্রতিষ্ঠান প্রয়োজন। এজন্য হবিগঞ্জবাসী ভাগ্যবান।
জাতীয় সংসদে বাংলাদেশের সপ্তম ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন বিল-২০২০’ পাস হওয়ায় গতকাল শুক্রবার রাতে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল।
তিনি আরো বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা মেডিক্যাল কলেজ শুধু হবিগঞ্জ নয়; বৃহত্তর সিলেট বিভাগের জন্য আশির্বাদ স্বরূপ। আমাদের কৃষকের সন্তানরাই একদিন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবে। এজন্য আমি সিলেট বিভাগের একজন নাগরিক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
শফিউল আলম নাদেল আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই অগ্রগতি অব্যাহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠনের এক নেতাকে জড়িয়ে অপর নেতার নেতিবাচক সমালোচনা অত্যন্ত দুঃখজনক। এ থেকে সকলকে বিরত থাকার আহবান জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এমএ মোত্তালেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com