স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকা থেকে পিকআপ ভ্যানে গরুসহ ২ চোরকে আটক করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৪টার দিকে টহল পুলিশ পিকআপ ভ্যান ও গরু চোরদের আটক করে। আটককৃতরা হলো- নিজামপুর গ্রামের আজিজুর রহমান আজিজের ছেলে আব্দুর রহিম ও শ্যামপুর গ্রামের আয়ুব আলী ছেলে রুবেল মিয়া।
পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই জুয়েল সরকারের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম পাইকপাড়া এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একটি পিকআপ ভ্যানে গরুসহ দু’জন মানুষ দেখে পুলিশের সন্দেহ হয়। এক পর্যায়ে পুলিশ পিকআপ ভ্যানটি থামিয়ে আটককৃত চোরদের জিজ্ঞাসাবাদ করলে তারা সন্দেহজনক আচরণ করে। এতে পুলিশ ভ্যানসহ তাদের থানায় নিয়ে যায। সকালে গরুসহ ভ্যান গাড়ী আটকের খবর পেয়ে মিটুরচক গ্রামের কৃষক হাফিজুর রহমান থানায় এসে গরুটি তার বলে সনাক্ত করেন। গতকাল আটককৃতদের বিরুদ্ধে গরু চুরির মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com