স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টাউন হল রোডস্থ শাপলা ইলেক্ট্র্রনিক্স এর স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আজিজুল হোসেন গতকাল সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার সকাল ১০টায় হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে শহরের রাজনগর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। জানাজার নামাজে ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণের জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com