মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা ডাঃ সজল তালুকদারের উদ্যোগে এবং ১১নং বাঘাসুরা ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় গতকাল বাঘাসুরা ইউনিয়নের দরগা গেইট থেকে কালিগঞ্জ বাজার পর্যন্ত প্রধান রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন বক্তৃতা করেন। বক্তারা অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com