নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ প্লেয়ার্স ইউনিট ফুটবল ক্লাবের উদ্যোগে ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার বিকেলে শায়েস্তাগঞ্জ হাইস্কুল মাঠে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ ছালেক মিয়া। সাবেক ফুটবল খেলোয়াড় আকিকুর রহমান টিপুর সভাপতিত্বে ও সমাজসেবক জামাল আহমেদ দুলালের পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ ছালেক মিয়া। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর সাইদুর রহমান, পৌর কাউন্সিলর খায়রুল আলম, সমাজসেবক জয়নাল সরদার, প্লেয়ার্স ইউনিট ফুটবল ক্লাবের জামাল আহমেদ প্রমুখ। এ সময় প্লেয়ার্স ইউনিট ফুটবল ক্লাবের নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শরীর ও মন ভাল রাখতে হলে খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। প্লেয়ার্স ইউনিট ফুটবল ক্লাবের পক্ষ থেকে এ আয়োজন চমৎকার হয়েছে। এখানে প্রশিক্ষণ নিয়ে তারকা খেলোয়াড় তৈরি হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com