উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী তাজ উদ্দিনকে দেড় বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডিত তাজ উদ্দিন নবীগঞ্জ পৌর একাকার পূর্ব তিমিরপুরের মৃত রমিজ আলীর ছেলে।
সূত্র জানায়, নবীগঞ্জ থানার এসআই রতন’সহ একদল পুলিশ গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে পূর্ব তিমিরপুর গ্রামে অভিযান চালিয়ে বাড়ির সামনের রাস্তা থেকে তাজ উদ্দিনকে (৩৬) গ্রেফতার করে। পরে তাকে নবীগঞ্জের ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন এর কার্যালয়ে নিয়ে গেলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক মাদক ব্যবসায়ী তাজ উদ্দিনকে দেড় বছরের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com