সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল থেকে ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার পনারাব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ না থাকায় কোমলমতি শিশুরা খেলাধূলা থেকে বঞ্চিত রয়েছে। ফলে তাদের মানসিক বিকাশ ও প্রতিভা ব্যাহত হচ্ছে। অনুসন্ধানে দেখা যায় বিদ্যালয়ের সামনে একটি ডোবায় পানি জমে আছে। যা বিদ্যালয়ের সৌন্দর্য্য নষ্ট হচ্ছে অপরদিকে কোমলমতি ছাত্রছাত্রীরা খেলাধূলাসহ যাবতীয় অনুশীলন করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান, মাঠ ভরাটের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়টি উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের নজরে আনা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com